বিশেষ প্রতিবেদক-
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরা সরকারি বালক উচ্চ
বিদ্যালয়ের পুকুরে আজ রবিবার সকালে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা
হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরা সদর উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট
৫৫২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে জানিয়েছে মৎস্য বিভাগ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্তকরনের উদ্বোধন করেন। এ
সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা
আনোয়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা
নির্বাহী অফিসার ইয়াছিন কবির, সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল
আবেদিন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, সদর
উপজেলা ফার্ম ম্যানেজার মনিরুজ্জামান, সহকারি মৎস্য কর্মকর্তা ওহিদুজ্জামান
উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।