বিশেষ প্রতিবেদক –
সূর্য অস্ত গেলেও আজ আঁধার নামেনি মাগুরা শহরে। সন্ধা ৬টায় ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়। জনে জনে জ্বালানো মোমবাতির আলোয় অন্ধকার কেটে গেছে প্রতিবাদী তীব্রতায়। মোমের কোমল আলোয় উদ্ভাসিত প্রতিটি মুখ, জ্বলজ্বল করছে প্রতিটি চোখ। সে চোখে দেশ মাতৃকার জন্য যেমন আছে ভালোবাসা, তেমনি আছে হায়েনাদের জন্য তীব্র ঘৃণা আর ক্ষোভের আগুন।
মোমের প্রতিটি শিখার সাথে যেন প্রতি জোড়া চোখের আগুনেও ছড়িয়ে পড়েছে অপার আলো। মোমের প্রতিটি ফোঁটার সাথে ঝরে পড়ছিলো বাংলার বুকে লেগে থাকা কলঙ্কের গ্লানি, যা মানুষরূপী পশুগুলো ১৯৭১ এ লাগিয়ে দিয়েছিলো।
যতদূর চোখ যায় অনন্য, অসামান্য, অকল্পনীয়, অভাবনীয়, অতুলনীয়, অপরিমেয় এক সৌন্দর্যে ভরা। মায়াময় আলোয় আলোকিত সারা শহর।
এই পবিত্র আলোয় ধুয়ে মুছে যাবে এদেশের যত গ্লানি, আসবে নতুন ভোর, আমরা পাবো নতুন দিগন্তের সন্ধান। ভালোবাসা আর মোমের আলোয় উদ্ভাসিত হলো তারুণ্য।
আজ সোমবার মাগুরা মুক্ত দিবস উপলক্ষে মাগুরায় ব্লাক আউট ও মমবাতি প্রজ্বলন করা হয়েছে । আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৬টা
৫মিনিট পর্যন্ত ব্লাক আউট করে মোমবাতি প্রজ্বলনে অংশ নেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । শহরের চৌরঙ্গী মোড়ে মমবাতি জ্বালিয়ে ব্লাক আউট
কর্মসুচিতে অংশ নেন মাগুরা–১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর , জেলা প্রশাসক ড: আশরাফুল আলম , জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ
কুমার কুন্ডু প্রমুখ । ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মাগুরা পাক হানাদার মুক্ত হয় । সকলকে মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা।