মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ
মাগুরার ঐতিহ্যবাহী ‘বিশ্বসেরা’ আয়োজন ‘কাত্যায়নী পূজা’, যা এখন সম্প্রীতির ‘কাত্যায়নী উৎসব’। দুর্গাপূজার একমাস পরে অনুষ্ঠিত হয় মাগুরার ঐতিহ্যবাহী ‘কাত্যায়নী পূজা’। ইতিমধ্যেই এ পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ১৫ই কার্ত্তিক ২ই নভেম্বর শনিবার মহাষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে।
এ পূজার সমৃদ্ধ সৃজনশীল নান্দনিক আয়োজন সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বীসহ সকলের কাছে বিশেষ আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
পূজার চারদিনে বাংলাদেশ ছাড়াও ভারত ও নেপালসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে এ আয়োজন উপলক্ষে। ধর্ম-বর্ণ নির্মিমেষে লাখ লাখ মানুষের পদচারণায় মুখরিত হবে মাগুরা শহর।
এ বছরের মা কাত্যায়নী পূজার সূচি-
১৫ই কার্ত্তিক ২ই নভেম্বর শনিবার মহাষষ্ঠী পূজা।
১৬ই কার্ত্তিক ৩ই নভেম্বর রবিবার মহাসপ্তমী পূজা।
১৭ই কার্ত্তিক ৪ই নভেম্বর সোমবার মহাঅষ্টমী পূজা।
১৮ই কার্ত্তিক ৫ই নভেম্বর মঙ্গলবার মায়ের অধিক পূজা।
১৯শে কার্ত্তিক ৬ই নভেম্বর বুধবার মহানবমী পূজা ও শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ।
২০শে কার্ত্তিক ৭ই নভেম্বর বৃহস্পতিবার দশমী পূজা সমাপন ও বিসর্জন।
(উল্লেখ্য- এবার মহাঅষ্টমী পূজা দুইদিন)।
-ফাইল ছবি।