মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –
যেন গৃহবন্দি করে রাখার ফন্দি! তবে তা করা গেল কই। মানুষের উৎসাহের কাছে নবমীতে হার মানল গোমড়া আকাশ। সোমবার সকাল থেকেই সে মুখ ভারী করে রেখেছিল। অবশ্য কখনও সখনও রোদের দেখাও মিলেছিল। তবে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায়নি। এ যেন উৎসবে বাধা দেওয়ার প্রবল অভিপ্রায়। তবে ওই পর্যন্তই। উৎসবমুখর মানুষ যে সব উপেক্ষা করেই রাস্তার দখল নিলেন! দিনভর মাগুরা শহরের ভিড়ের ছবি সে কথাই বলে গেল।