বিশেষ প্রতিবেদক –
শারদীয় দুর্গোৎসবের আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের।
শুভ বিজয়া দশমীতে মাগুরাবাসীকে ‘শুভ বিজয়া’র শুভেচ্ছা জানিয়েছেন ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়। দশমীর সকালে ফেসবুকের মাধ্যমে মাগুরাবাসীর কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেন এ্যাড. জয়। গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জ্ঞাপন করেছেন তিনি। পাশাপাশি সমস্ত মাগুরাবাসীর সুস্থতা ও সকলের পরিবারের মঙ্গল কামনা করেছেন তিনি।