
মাগুরা প্রতিনিধি : কবরস্থানের সীমানা নির্ধারনের বিরোধ নিয়ে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পিয়াদা পাড়া গ্রামে আজ সোমবার সন্ধ্যা ৭টায় মাসুদ শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সে ওই গ্রামের ইসমাইল শেখের পুত্র। পেশায় একজন ভ্যান চালক।
মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, কবরস্থানের সীমানা নির্ধারনের বিরোধ নিয়ে মহম্মদপুরের পেয়াদাপাড়ার গ্রাম্য মাতবর নুরু মিয়া ও একই গ্রামের অপর মাতবর কালাম হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মিমাংসার জন্য মহম্মদপুর উপজেলা প্রশাসন ও মহম্মদপুর থানা পুলিশ একাধিক বার দু’গ্রপের মধ্যে সমঝোতা চেষ্টা করেছে।
এরই এক পর্যায়ে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালাম হোসেনের সমর্থকরা নুরু মিায়ার সমর্থক মাসুদ শেখকে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোণষা করেন। অভিযুক্তদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে। পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে।