বিশেষ প্রতিবেদক-
স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করনীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা আজ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহম্মদপুর
উপজেলা নির্বাাহী অফিসার পলাশ মন্ডল।
মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃৃতা দান করেন মহম্মদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিনা আফরোজ ও
স্থানীয় নেতৃবৃন্দ। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, সমাজসেবী ও স্থানীয় নেতৃবৃন্দ এই আলোচনা সভায় অংশগ্রহন করেন। বক্তাগন স্মাার্ট বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচি এবং তা বাস্তবায়নে সমাজের বিভিন্ন স্তরের লোকদের করনীয়
ও জনগনের উপকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বহী কর্মকর্তা বলেন, বর্তামন সররকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য নানাবিধ কর্মসূচি গ্রহন করেছে । এর ফলে জনগন ইতিমধ্যে তার উপকার পেতে শুরু করেছে।