মাগুরানিউজ.কমঃ
মুক্তি রানী দে শিকদারকে সভাপতি এবং রোকেয়া খাতুনকে সাধারণ সম্পাদক করে মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠিত হয়েছে।
সোমবার শ্রীপুরের শিকদার মার্কেট চত্বরে কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
মহিলা আ’লীগ নেত্রী আঞ্জুমানারা আঁখির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন ছিলেন শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, নাকোল ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, জেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হারুন অর রশিদসহ আরো অনেকে।
কর্মীসভা শেষে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের কার্যকরি কমিটি গঠিত হয়।