মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মর্সূচির উদ্বোধন করা হয়।
মাগুরা জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ড, মাগুরা ও শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ারুল করিম, উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন উর রশীদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।