মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
আনন্দঘন পরিবেশে আমেরিকায় বসবাসরত বিপুল সংখ্যক মাগুরাবাসীর উপস্থিতিতে মাগুরা জেলা সমিতি ইউএসএ ইনক্ এর বনভোজন- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই এ আয়োজনকে কেন্দ্র করে আমেরিকায় বসবাসরত বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত প্রবাসী মাগুরাবাসীর অংশগ্রহন ও স্মৃতিচারন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
আয়োজনে মাগুরা জেলার ঐতিহ্যবাহী খাবারসহ দুপুরের খাবার পরিবেশন করা হয়। প্রবাসে অবস্থানকারী মাগুরার প্রবীনদেরকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর মাধ্যমে মিলনমেলার পরিসমাপ্তি ঘোষনা করা হয় যা ছিল সকলের কাছে মর্মস্পর্শী। সাবিক অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন কামরুল আহসান স্বপন।