মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১১৫ বছরে বৃদ্ধা ফুলজান বেগম ও ৭০ বছর মেয়ে আলেয়া বেগম ভোট দিলেন পছন্দের প্রার্থীদের। এ বয়সেও পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুবই আনন্দিত। তাদের বাড়ি উপজেলার আমলসার পশ্চিমপাড়া গ্রামে। বুধবার দুপুরে উপজেলার আমলসার ইউনিয়নের আমলসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাদের দেখা মেলে। আত্নীয় আব্দুল্লাহ ভ্যান যোগে চলাচলে অক্ষম মা-মেয়ে ভোট দিতে নিয়ে আসেন। ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করেন ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলী, ভিডিপি সদস্য জেসমিন বেগম ও আইরিন খাতুন।
এ বিষয়ে স্বজন আব্দুল্লাহ বলেন, ভোটের সময় আসলে তাদের মাথা ঠিক থাকে না। ভোটের সময় এলেই ভোটের মাঠে যাওয়ার জন্য বাহানা ধরে। ভাই বাধ্য হয়েই তাদের ভোট দিতে নিয়ে যেতে হয়। এত বছর বয়সেও তারা ভোট দিতে পেরে মহা খুশি।
এ বিষয়ে ভিডিও সদস্য জেসমিন খাতুন ও আইরিন খাতুন বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের ডিউটি করে আসলেও এত বৃদ্ধা বয়সি ভোট দিতে আসে এটা আমার প্রথম দেখা। আমরা বৃদ্ধাকে কোলে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে সার্বিক সহযোগিতা করেছি।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মীর লিয়াকল আলী জানান, দুপুরে বয়স্ক মা-মেয়ে ভোট দিতে আসেন। আমরা তাদের ভোট দেওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছি।