মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে আবারো দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আছিরুল মোল্যার মোল্যা ভ্যারাইটিস স্টোরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা ২ টি কম্পিউটারে মনিটর ও ২ টি পিসি চুরি হয়। সম্প্রতি শ্রীকোল একের পর চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। চুরি রোধে এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছে।
মোল্যা ভ্যারাইটিস স্টোরের মালিক আছিরুল ইসলাম জানান, রাতে আমার দোকানের দরজার তালা ভেঙে দোকান থেকে ২ টি মনিটর ও ২ টি পিসি চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, এলাকায় মাদক ও মোবাইলে ফ্রি ফায়ার গেমের প্রতি অনেক ছেলে আসক্ত হয়ে পড়েছে। যার ফলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম কুমার জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এসব ঘটনার সাথে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।