মহম্মদপুর:মাগুরার মহম্মদপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে মহম্মদপুর উপজেলা বিএনপির উদ্যোগে সদরের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি,মিলাদ মাহফিল,কাঙ্গালি ভোজ।
অধ্যক্ষ মৈমূর আলী মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, ড. এমএ রইচ, রফিকুল ইসলাম, কামরুজ্জামান মিঠু, তরিকুল ইসলাম তারা ও আকতারুজ্জামান বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।