মাগুরা নিউজ.কম: মাগুরা সদর উপজেলার মিঠাপুর গ্রাম থেকে রেহানা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে মিঠাপুর গ্রামে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেহানা খাতুনের মৃতদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠানো হয়েছে।
মৃত রেহানা খাতুন স্বামী লুৎফর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিল। বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে প্রতিবেশীরা জানিয়েছে।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাড়ির সকল সদস্য পলাতক রয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।