মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে বরযাত্রীবাহী নসিমন উল্টে স্বপন বিশ্বাস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। হতাহতরা সবাই পেশায় বাদক বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন শালিখা উপজেলার দেবিলা গ্রামের অনল বিশ্বাসের ছেলে।
আহত বিনয় কুমার দাস জানান, রোববার রাতে শালিখার ধনেশ্বরগাতি গ্রাম থেকে সদর উপজেলার জাগলা গ্রামে বরযাত্রী হয়ে তারা বিয়ে বাড়িতে আসেন। বিয়ে শেষে বউ নিয়ে সোমবার সকাল ৯টার দিকে তারা জাগলা থেকে ধনেশ্বরগাতির উদ্দেশে রওনা হন। পথে তারা মাগুরা-যশোর সড়কের জাগলায় পৌঁছালে হঠাৎ সামনের বরবাহী মাইক্রোবাসটি গতি কমিয়ে ফেলে।
এসময় পেছন থেকে তাদের বহনকারী নসিমনটি সামনের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গেলে স্বপনসহ ছয় বরযাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে স্বপনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।