করেসপন্ডেন্ট মাগুরায় পেশাজীবী গাড়ি চালকদের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মাগুরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরটিএ আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন মাগুরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিআরটিএ’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক এমএন মাসুদুল আলম, জেলা বিআরটিএ’রÂ সহকারী পরিচালক বিলাশ সরকার, মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট শরীফ আমিরুল হাসান, জেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইমদাদুর রহমান, চালকদের পক্ষে হিরালাল কর্মকার।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার একশত জন চালক অংশ নিচ্ছেন।: