মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার মনোখালী গ্রামে জমিজমা দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মো. শিমুল (২৪) নামে এক যুবক খুন হয়েছে। নিহত শিমুল ওই গ্রামের শুকুর মোল্যার ছেলে।
শনিবার দুপুরে শিমুলের মৃত্যু হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ মামলার বিবরণ উল্লেখ করে জানান, মাগুরা-নড়াইল সীমান্তবর্তী মনোখালী গ্রামের বারিক মোল্যার চার ছেলে ও মেয়েদের মধ্যে বাবার জমাজমি ভাগাভাগি ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতা অনুযায়ী শুক্রবার সকালে পার্শ্ববর্তী নড়াইল সদর উপজেলার সিঙ্গে হাড়গাড়ার মাঠে ৮৪ শতক জমিতে বড় ভাই শুকুর মোল্যা ও মেঝো ভাই মুনছুর মোল্যা চাষ করতে গেলে অপর দুই ভাই মকছেদ মোল্যা ও ওয়াজেদ মোল্যা এবং তাদের ছেলেরা জমিতে গিয়ে বাধা দেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ ঢাল-সড়কী, রামদা-ছ্যানদা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়। এ সময় লাঠির আঘাতে শিমুল মারাত্মক আহত হয়। তাকে দ্রুত যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শনিবার বিকেলে শালিখা থানায় হত্যা মামলা হয়েছে।