মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরের মহেষপুর গ্রামে পালিয়ে যাওয়া শুকর কুপিয়ে ধরতে গিয়ে মদন মণ্ডল নামের এক শুকর পালকের হাতে নিহত হয়েছেন জাহিদা বেগম নামের এক গৃহবধু। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। তিনি ওই সময় ক্ষেতে বসে মরিচ তুলছিলেন। শুকর ভেবে মদন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মদনকে পুলিশ আটক করেছ্ ।
ভুলে এ হত্যাকাণ্ড হয় বলে দাবি করছেন দুই হামলাকারী। নিহত সাহিদা বেগম (৪০) মহেশপুর গ্রামের গোলাম রসুলের স্ত্রী।
এ ঘটনার পর পুলিশ মালাইনগর গ্রামের অনুকুল মন্ডলের ছেলে মদন মন্ডলকে (৩০) আটক করেছে।
শ্রীপুর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, দুপুরে সাহিদা বেগম তার নিজের জমিতে মরিচ তুলছিলেন। এ সময় মদন মন্ডল এবং বালিয়াকান্দির পটরা গ্রামের মনি কুমার তাকে ভ্যানা (সড়কি জাতীয়) দিয়ে কোপ দেয়।
সাহিদার চিৎকার শুনে গ্রামবাসী মদন মন্ডলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তবে মনি কুমার পালিয়ে যেতে সক্ষম হয়।
মদন মন্ডল শ্রীপুর থানা হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মদন মণ্ডল তাদের জানিয়েছে যে, সামনের দিকে ঝুঁকে মরিচ তোলার সময় শূকর ভেবে তারা সাহিদার উপর হামলা করেছে।