মাগুরা নিউজ.কম: আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ৭/৮টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।সংঘর্ষে আহতরা হলেন- মো. মুরাদ হোসেন(৩৬), সাদ্দাম(২৫), মো. জিয়ারুল (৩৫), শুকুরন নেছা(৫০), শওকত(৫৫), সালমান(১৯), মইনুদ্দিন(৬৫), উজ্জলমিয়া(৩০), জিয়াউল(৫০), বাদশা(৩৮), ওলিয়ার(৫৫), আসিয়ার(৪০), মোতালেব(৪০), রহিমা খাতুন(৩৫) ও রতন(৪৫)। এদের মধ্যে গুরুতর আহত মুরাদ ও মোতালেবকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
হাসপাতালে চিকিৎসাধীন ওলিয়ার রহমান জানান উপজেলার সিন্দাইন গ্রামের মুরাদ হোসেন ও রানু শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হন। সংঘর্ষের সময় ৭ থেকে ৮টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।