মাগুরানিউজ.কমঃ
মাগুরার এনামুল হোসেন (২৫) ও দবির হোসেন (২৬) নামে দুই গরু ব্যবসায়ী মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন।
সোমবার ভোরে ঢাকার অদূরে তাদের কুপিয়ে আহত করে ও চোখে মলম লাগিয়ে এনামুলের কাছে থাকা ২ লাখ ৯৬ হাজার টাকা ও দবিরের কাছে থাকা নগদ ৩৬ হাজার টাকা লুট করা হয়।পরে তাদের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় মলম পার্টির সদস্যরা। বিকেলে সর্বস্ব হারিয়ে আহত অবস্থায় বাড়িতে ফেরেন তারা।
ভুক্তভোগী এনামুল হোসেন মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামের গ্রামের খবির হোসেনের ছেলে ও রফিকুল ইসলামের ছেলে দবির হোসেন।
আহত এনামুলের ভাই মিলন মোল্যা জানান, ভোরে এনামুল ও তার সহযোগী দবির সিলেট থেকে গরু বিক্রি করে মিনি ট্রাকে করে বাড়িতে ফিরছিলেন। ভোরে ঢাকার কাছাকাছি এক স্থানে মলম পার্টির সদস্যরা তাদের আক্রমণ করে প্রথমে কুপিয়ে জখম করে। পরে তাদের চোখে বিষাক্ত মলম লাগিয়ে দিয়ে এনামুলের কাছে থাকা ২ লাখ ৯৬ হাজার টাকা ও দবিরের কাছে থাকা নগদ ৩৬ হাজার টাকা লুট করে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে একটি অ্যাম্বুলেন্সে করে মাগুরা বাড়িতে পাঠানো হয়। ব্যাপারে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি চলছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি মাগুরা জেলার বাইরে ঘটেছে। তাই অভিযোগ পেলে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।