মাগুরানিউজ.কমঃ
যশোর–মাগুরা সড়কে বিজিবির গাড়ির ধাক্কায় এরশাদ আলী (২৫) নামে এক নসিমনচালক নিহত হয়েছে। নিহত এরশাদ মাগুরার শালিখা উপজেলার আছিয়ার সিংড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এরশাদ আলী নসিমন চালিয়ে যশোর থেকে মাগুরার আড়পাড়ার দিকে যাচ্ছিলেন। পথে সিংড়া বিহারীলাল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে পিছন থেকে বিজিবির একটি গাড়ি নসিমনটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে নছিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন আবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক জাহাঙ্গীর হোসেন জানান, ‘দুর্ঘটনার কথা তার জানা নেই। যদি বিজিবির গাড়িও হয়, তাহলে অন্য কোন ব্যাটালিয়নের হতে পারে। ২৬ ব্যাটালিয়নের গাড়ি হলে আমি জানতাম।’