পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাড়ি বা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক যন্ত্র নিয়ন্ত্রণ করার প্রযুক্তি আবিষ্কার করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র হানিফ আলী সোহাগ। এটা মূলত একটি এন্ড্রয়েড সফটওয়্যার। এর নাম ‘হানিফ ওয়েব সিস্টেম’। এতে ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন, মাইক্রোকন্ট্রোলার, ব্লুটুথ মডিউল ও রিলে।পরীক্ষামূলকভাবে নিজ বাড়িতে এরই মধ্যে তিনি ছয়টি বৈদ্যুতিক বাতি এ সফটওয়্যারের সাহায্যে নিয়ন্ত্রণ করছেন তিনি।
এন্ড্রয়েডনির্ভর মোবাইল ফোন ছাড়াও যে কোনো মোবাইল ফোন এবং কম্পিউটারে এ প্রযুক্তি ব্যবহার করা যাবে।
দিনাজপুর শহরের কালিতলার বাসিন্দা অ্যাডভোকেট সলিমুল্লাহর ছেলে হানিফ আলী সোহাগ। তিনি কুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি জানান, তার এ সফটওয়্যারটিতে দুটি অংশ আছে। একটা অংশ হলো ব্যবহারকারী এবং অন্যটি যন্ত্রের সঙ্গে সংযুক্ত। আর প্রতিটি অংশে নির্দিষ্ট পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর নাম আছে। পাসওয়ার্ড ও ব্যবহারকারীর নাম মিললে সফটওয়্যারটি কাজ করবে। এজন্য হানিফ ওয়েব সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।
হানিফ আলী সোহাগ জানান, সফটওয়্যারটির দুটি অংশ সঠিকভাবে মিললে এটা কাজ করবে। তখন ব্যবহারকারী বৈদ্যুতিক যন্ত্র (লাইট, ফ্যান, ফ্রিজ, ওভেন ইত্যাদি) চালু বা বন্ধ করতে পারবেন। যন্ত্রটি চালু না বন্ধ আছে তাও জানা যাবে এ পদ্ধতিতে। তবে এজন্য ইন্টারনেট দরকার হবে। হানিফ আলী সোহাগ আরও জানান, এ সফটওয়্যারটিতে অনলাইনে রেজিস্ট্রেশন এবং লগ-ইনের ব্যবস্থা রয়েছে। এর ফলে একাধিক ব্যবহারকারী রেজিস্ট্রেশন করে প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজেদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা শুধু এন্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে নয়, যে কোনো মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমেও এ প্রযুক্তি কাজে লাগানো যাবে।