মাগুরানিউজ.কমঃ
যথাযোগ্য ধর্মীয় ভাবগার্ম্ভিজের মধ্যে দিয়ে মাগুরা সদরসহ ৪ উপজেলাতে আজ সোমবার সকালে ঈদ-উল আযহা পালিত হয়েছে। জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া বিশ্ব সেরা ক্রিকেট অল রাউন্ডার সাকিব আল হাসান শহরের নোমানী ময়দানে নামাজ আদায় করেছেন।
সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান , পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর, জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
মাগুরা পৌর জামে মসজিদের ইমাম মাওলানা রইস উজ জামান নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন। এছাড়া শহরের দরি মাগুরা, দোয়ারপাড়, পারনান্দুয়ালী, ভায়না, শান্তিবাগ, নান্দুয়ালীসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়ার জেলার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নোমানী ময়দান ছাড়াও শহরের পিটিআই মসজিদ, ভায়না গৌরস্থান মসজিদ, দোয়ার পাড় জামে মসজিদ, হাজী আব্দুল হামিদ লিল্লাহ বোর্ডিং মসজিদ, পারনান্দুয়ালী মসজিদ, পানিভবন মসজিদ, জজকোর্ট মসজিদ, মোল্যা পাড়ামসজিদসহ শতাধিক ঈদগাহ জেলার চার উপজেলা বিভিন্ন এলাকায় ঈদের পৃথক জামাত অনুষ্ঠিত হয়।