তিন ম্যাচের ঢাকা ব্যাংক কাপ ওয়ানডে সিরিজে প্রথমটিতে দারুণ লড়াই করেও ৩ উইকেটে পরাজিত বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই মুশফিকুর রহিমদের। আজ হারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ ঘরে তুলবে ডোয়াইন ব্রাভোর দল। এমন সমীকরণ সামনে রেখে গ্রানাডার ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারীরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টিভি চ্যানেল গাজী টেলিভিশন।
প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে একাই লড়েছেন এনামুল হক বিজয়। তার দুর্দান্ত শতকটির কল্যাণেই সেস্না উইকেট ও বাজে আউটফিল্ডেও লড়াইয়ের পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল সফরকারীরা। আল আমিন হোসেন ও সতীর্থরা অাঁটোসাঁটো বোলিংয়ে প্রথম দিকে দ্রুত উইকেট তুলে নিলে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে কাইরন পোলার্ড এবং দিনেশ রামদিনের ১৪৫ রানের জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। এ দুই ব্যাটসম্যান সেঞ্চুরি মিস করলেও দলের জয়ের ভিত গড়ে দেন। সোহাগ গাজী ও আল আমিনরা শেষ পর্যন্ত তাদের দুজনকে সাজঘরে ফেরত পাঠাতে সক্ষম হলেও ততক্ষণে অনেক দেরি করে ফেলেন। শেষদিকে হোল্ডারের ব্যাটিংয়ে ৩৯.৪ ওভারে ৩ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। অল্পের জন্য গুরুত্বপূর্ণ এক জয় থেকে বঞ্চিত হতে হয় সফরকারীদের।
চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের পর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরে ভারতের বিপক্ষেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেননি মুশফিকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ জয়ের স্বপ্ন পূরণ কঠিনই হবে কোচ চন্দিকা হাথুরুসিংয়ের শিষ্যদের জন্য। তবে বুধবার প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ লড়াকু মানসিকতা দেখিয়েছে সফরকারীরা। ওপেনার তামিম ইকবাল রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। রানে থাকা এনামুল হক চাপ নেয়ার সামর্থ্য দেখিয়েছেন। ভালো করার আভাস দিয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যানরাও। বোলিংয়ে আল আমিন ও মাশরাফিরা ভালো সহায়তা পেয়েছেন সোহাগ গাজী ও মাহমুদউল্লাহর কাছ থেকে। আজ তাই জয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।