মাগুরা নিউজ.কম: নড়াইল-যশোর-ঢাকা সড়কের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার কালনা ফেরিঘাটে মধুমতি নদীতে সাতটি ট্রাক নিয়ে একটি ফেরি ডুবে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাটে আনলোড করারসময় ফেরিটি ডুবে যায়।
তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে বলে জানা গেছে। ফেরিডুবির ঘটনায় ঢাকা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দু’দিকেই বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ যানজটে আটকা পড়ে।
তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ফেরি উদ্ধারে প্রশাসন তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পাঁচটি ট্রাক ও দুটি পিকআপসহ ফেরিটি ডুবে গেছে। উদ্ধার কাজ চলছে।