মাগুরানিউজ.কমঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। নাড়ির টানে দেশের বিভিন্ন স্থানে থাকা মানুষগুলো ছুটে গেছেন নিজ নিজ বাড়িতে। ব্যতিক্রম ছিলেন না সাকিব আল হাসানও। তিনিও ছুটে এসেছেন মায়ের কাছে। স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে সাকিব ঈদ করছেন মাগুরায়।
জাতীয় দলের সহ-অধিনায়কের (ওয়ান ডে) দায়িত্বপ্রাপ্ত ক্রিকেট অল রাউন্ডার সাকিব আল হাসান মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে মাগুরার প্রধান ঈদ জামাতে আরো অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুরসহ সর্বস্তরের জনসাধারণ।
মাগুরা পৌর জামে মসজিদের ইমাম মাওলানা রইস উজ জামান ঈদের প্রধান জামাতের ইমামতি করেন। নামাজ শেষে সাকিব সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
এছাড়া শহরের দরি মাগুরা, দোয়ারপাড়, পারনান্দুয়ালী, ভায়না, শান্তিবাগ, নান্দুয়ালীসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে।