মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে শারদীয় দুর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যরা টাকা আত্মসাতের অভিযোগ এনে মাগুরা সদর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় বিক্ষোভ করেছে।রোববার দুপুরে পৃথকভাবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আনসারদের অভিযোগ- শারদীয় দুর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যরা রোববার দুপুরে মাগুরা সদর, মহম্মদপুর ও শালিখা উপজেলা পরিষদে পারিশ্রমিক নিতে আসেন। এর আগে তাদের ৫দিনের ডিউটি বাবদ মাথাপিছু ২৫শ থেকে ৩হাজার টাকা পর্যন্ত দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে মাথাপিছু ৫শ টাকা করে নেন সংশ্লিষ্ট ইউনিয়ন কমান্ডাররা।
কিন্তু সকাল থেকে আনসার সদস্যরা ওই টাকা নিতে এসে দেখতে পান তাদের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ১৫৯০ টাকা। এ সময় তারা আনসার কমান্ডারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিক্ষোভ করেন। তাদের দাবি- মাথাপিছু ৫শ টাকা করে কমপক্ষে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কামরুল হাসান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এবং তাদের নায্য পারিশ্রমিক পরিশোধের ব্যবস্থা করা হবে।
মাগুরা জেলা আনসার অ্যাডজুট্যান্ট কামারুজ্জামান জানান- উৎকোচ আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।