মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার কুমার নদের বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত প্রায় আড়াই লাখ টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীপুর কুমার নদের পাড়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।
এর আগে সকালে সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে।
সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু মাগুরা নিউজকে জানান, সকালে অভিযান চালিয়ে ৭৫ টি অবৈধ চায়না দোয়ার জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।