মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
“শিক্ষার পাশাপাশি শিশুর শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই” এ স্লোগানে মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি শিক্ষক অভিভাভক সমিতির পৃষ্ঠপোষকতায় বুধবার দিনব্যাপী কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিয়ারুল ইসলাম (জিয়া)।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকা রায়, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, আব্দুল হাই পবন, আব্দুল আওয়াল, ইউপি সদস্য আনারুল ইসলাম টুটুল প্রমুখ।
ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার ও ক্রীড়া শিক্ষক মো. ইবনে আজম।