মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে বৃহস্পতিবার দুপুরে বহুতল আইসিটি ভবন উদ্বোধন করা হয়েছে । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজটি অধ্যক্ষ খান ফজলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। বিকেলে শ্রীপুর লালন একাডেমি ও কলেজের শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।