মহসিন মোল্যা,বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে রামভক্ত এক হনুমানের মৃতদেহের সৎকার করা হয়েছে। গতকাল সকালে শ্রীপুর উপজেলায় গোয়ালদহ বাজারের মেইন রোডের পাশে রামভক্ত পশুটিকে সৎকার করা হয়। সৎকার কাজের উদ্যোক্তা সজীব মল্লিক ও অষ্টপল্লী মহাশ্মশানের প্রচার সম্পাদক ডা.অমলেন্দু বিশ্বাস জানান, গোয়ালদহ এলাকায় বেশ কিছুদিন ধরে দুইটা হনুমানের আনাগোনা দেখা যায়। রবিবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি বালুর গাড়ির সাথে ধাক্কা লেগে মহিলা হনুমানটি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সাথীর মৃত্যু দেখে অন্য হনুমানটি বার বার মৃত হমুমানটির কাছে গিয়ে শরীরে কান লাগিয়ে দেখছিলেন তার সাথী জীবিত আছে কিনা। হনুমানটির এই আচরন দেখে উপস্থিত লোকজনের একহৃদয় বিদায়ক পরিবেশ সৃষ্টি হয়। তারা আরো জানান, হিন্দু ধর্মমতে পশু হনুমান রাম দেবতা ভক্ত। এজন্য আমাদের বাজারের কিছু হিন্দু ধর্মের ব্যবসায়ীর উদ্যোগে ধর্মের নিয়মরীতি অনুযায়ী দেহটির সৎকার করা হয়।