বিশেষ প্রতিবেদক-
ব্যাটারি চালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাগুরা সদরের বাটিকাডাঙ্গা গ্রামে আসাদুজ্জামান আসাদ (৩০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।
এ সময় তার মা আলেয়া বেগম (৫০) আহত হয়েছেন। নিহত আসাদ বাটিকাডাঙ্গা
গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে। এলাকাবাসী ও হাসাপাল সুত্রে জানা যায় ,
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে আসাদ বাড়িতে ইজিবাইক চার্জে দিতে গেলে
বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার মা আলেয়া বেগম বাঁচাতে গেলে তিনিও
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা
২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে
আসাদের মৃত্যু হয়। তবে তার মা এখন শঙ্কামুক্ত।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বাটিকাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।