মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
অসময়ে টানা বৃষ্টি হওয়ার কারণে প্রভাব পড়েছে শালিখা উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী পোস্টারের ওপর। টানা ৩ দিন গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে টাঙ্গানো নির্বাচনী পোস্টার সব নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ শে নভেম্বর মাগুরার শালিখা উপজেলার ৭ টি ইউপিতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তারই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দিয়েছেন নির্বাচন কমিশন।
প্রতীক বরাদ্ধ পাওয়ার পরই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করে দেন। প্রচারের প্রথম দিনেই বেশির ভাগ প্রার্থীরা তাদের প্রচারণার অংশ হিসাবে প্রতীক সম্বলিত সাদা-কালো পোস্টার লাগান। কিন্তু হঠাৎ করে গত শনিবার (১৩ নভেম্বর) দুপুর থেকে বৃষ্টি শুরু হলে রশি দিয়ে টাঙ্গানো সব পোস্টার ভিজে নষ্ট হয়ে যায়। রশি থেকে খুলে পড়ছে পোস্টারগুলো।
আজ সোমবার (১৫ নভেম্বর) সকালে হরিশপুর বাজারে গিয়ে দেখা যায়, অসময়ে টানা গুড়িগুড়ি বৃষ্টির প্রভাবে বাজারের বিভিন্ন জায়গায় টাঙ্গানো প্রার্থীদের পোস্টার বৃষ্টিতে ভিজে ছিড়ে যাচ্ছে। হালকা বাতাস থাকার কারণে পোস্টারগুলো আরো বেশি নষ্ট হয়েছে। রশি থেকে ছিড়ে পোস্টারগুলো নিচে পড়ে আছে।
শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী বলেন, আমরা যারা শনিবার পোস্টার টাঙ্গিয়েছি তাদের সবার পোস্টারই ক্ষতি হয়েছে। অনেক পোস্টার লাগিয়েছিলাম আমরা। অসময়ের টানা বৃষ্টির কারণে যেমন প্রচারে বিঘ্ন ঘটছে তেমনি টাঙ্গানো পোস্টার নষ্ট হয়ে যাওয়ায় বেশ অর্থনৈতিক ক্ষতিও হলো। তারপরেও করার কিছুই নেই। বাস্তবতা মেনেই কাজ করতে হবে।
শালিখা উপজেলার বিভিন্ন বাজার যেমন, আড়পাড়া,শালিখা,সীমাখালী,সিংড়া,বুনাগাতী,হরিশপুর বাজার গুলো ঘুরে দেখা যায় অসময়ে টানা ৩ দিন বৃষ্টির কারণে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার,সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের রশিতে টাঙ্গানো পোস্টার বৃষ্টির পানিতে ভিজে ছিড়ে যাচ্ছে। গুড়িগুড়ি বৃষ্টি এখনো চলমান রয়েছে।
Like this:
Like Loading...