মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারে জন্মগ্রহণ করা শিশু ও তার মাকে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের এ্যাম্বুলেন্সে ফ্রিতে শরুশুনা নিজ বাড়ীতে পৌছে দিয়েছে কর্তৃপক্ষ। যে কারনে সন্তুষ্ট প্রসুতি ও তার অভিভাবকেরা।এ সময় উপস্থিত ছিলেন ইউএইচএফপিও ডা. সাইমুন নিছা, আরএমও ডা. মোঃ আব্বাস উদ্দিন , ডাক্তার, নার্স ও ষ্টাফের লোকজন। আরএমও ডা. মোঃ আব্বাস উদ্দিন বলেন প্রসুতিদের আনা- নেওয়ার জন্য হাসপাতালের এ্যাম্বুলেন্সে সার্ভিস সম্পূর্ন ফ্রি এবং হাসপাতালে ভর্তি প্রসুতিদের সকল অপারেশন ও ঔষধ ফ্রি দেয়া হয়।
উল্লেখ্য শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ বছর পর ২৩ মার্চ থেকে আনুষ্ঠানিক ভাবে অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে
সিজারের মাধ্যমে এ কাজ শুরু করা হয়। সিভিল সার্জন ডা.শহীদুল্লাহ দেওয়ান ও টিএইচএ ডা. সাইমুন নিছা এর উপস্থিতিতে আরএমও ডা. মোঃ আব্বাস উদ্দিন ও গাইনি কনসালটেন্ট তৃপ্তি রাণী সফল ভাবে সিজার কাজ শেষ করেন। এ সময় শরুশুনা গ্রামের প্রসুতি মুন্নি(২২) একটি পুত্র সন্তানের জন্মদেন।
আরএমও ডা. মোঃ আব্বাস উদ্দিন বলেন গাইনি কনসালটেন্টের সাথে তিনি নিজে থেকে এ সিজার সফল ভাবে সম্পন্ন করেছেন। আমাদের অপারেশন থিয়েটার সম্পূর্ণ প্রস্তুত এখন থেকে সকল ধরনের অপারেশন করা হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা বলেন এখন থেকে নরমাল বা সিজার কোন ডেলিভারির জন্য এলাকাবাসীকে দুরে যেতে হবে না। শালিখা হাসপাতালেই সম্পন্ন করা হবে।
Like this:
Like Loading...