মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন জোয়ার্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাছিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বনি ইসরাইল শিকদার।
বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুরুল আলমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, তারিকুল ইসলাম হিটলার প্রমুখ।
আলোচনা সভা শেষে সারথী সাংস্কৃতিক কল্যাণ ফাউন্ডেশনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।