শিশু আছিয়ার বাড়িতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে শিশু আছিয়ার বাড়িতে সহানুভূতি জানাতে গিয়েছে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল আছিয়ার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয়। প্রতিনিধি দলটি আছিয়ার পরিবারের খোঁজখবর নেয় এবং মানসিকভাবে তাদের সাহস জোগায়। সেই সাথে পরিবারকে আর্থিক সহযোগীতাও করেন। পাশাপাশি, সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা, সেক্রেটারি লায়লা আরজুমান, আঞ্চলিক ট্রেনার নুরুন্নাহার, সদস্য মনোয়ারা বেগম, যশোর জেলা কমিটির সদস্য নাসরীন, মমতাজ বেগম, মাগুরা স্থানীয় ফিরোজা নাসরিন, শ্রীপুর স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুনসহ যশোর, ঝিনাইদহ, মাগুরা জেলা কমিটি ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।

সম্প্রতি মাগুরার শ্রীপুরে ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: