মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মাগুরা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও নৌকার পক্ষে উপজেলার বিভিন্ন বাজারে নৌকার লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেছে উপজেলা মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের নেতৃবৃন্দ নৌকার লিফলেট বিতরণ ও ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটি আইন বিষয়ক সম্পাদক ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিএম সাইফুজ্জামান স্বপন, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, সদস্য সচিব ও উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিব, উপজেলা মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মহসিন মোল্যা, সদস্য খোন্দকার নবুয়াত আলী প্রমুখ।