বিশেষ প্রতিবেদক-
আজ দুপুরে মাগুরা জেলা পরিষদ কৃষি কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষকদের মাঝে ৬৭০ টি স্প্রে ম্যাশিন ও ১১ টি ফগার মেশিন বিতরন করেছেন । জেলা পরিষদ সন্মেলণ কক্ষে অনুষ্ঠিত সহকারি প্রকৌশলী শহিদুুল আলমের সভাপ্রতিত্বে অনুষ্ঠিত
মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
পংকজ কুমার কুন্ডু কৃষকদের মাঝে এই সব মেশিন বিতরন করেন ।
অনুষ্ঠানে মাগুরা কৃষি বিভাগের ্ধসঢ়;্ধসঢ়;উপ-পরিচালক সুফী মোহাম্মদ রফিকুর জামান , শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন সাংবাদিক শামীম খান , জেলা পরিষদ নারী সদস্য নাজনীন রব্বানি বক্তিতা করেন।