বিশেষ প্রতিবেদক-
মাগুরার বাজারে পদ্মা নদীর ১৮ কেজি ওজনের একটি কাতল আজ বিকালে বিক্রির জন্য নিয়ে আসেন মাওয়ার শামছু মিয়া নামে এক মাছ বিক্রিতা । তিনি মাছটি মাওয়া থেকে মাগুরায় নিয়ে আসেন বিক্রির জন্য। দাম চাওয়া হয়েছে ১২শত টাকা কেজি
হিসাবে ১৮ হাজার টাকা । তবে ক্রেতা শেষ খবর পাওযা পর্যন্ত ১০ হাজার টাকা দাম বলেছেন। মাছটি দেখতে প্রচুর মানুষ ভীড় করেন। বৃহৎ কাতল মাছটি পদ্মা নদী থেকে জাল দিয়ে ধরা হয়েছে বলে বিক্রেতা শাসমছু মিয়া জানান। তার কাছে ১৩ কেজি ওজনের আরও একটি কাতল মাছ ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি বিক্রি হয়নি। দরমা চলছিল।