বিশেষ প্রতিবেদক-
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজ রবিবার থেকে মাগুরায় আওয়ামীলীগ,
কৃষকলীগ সহ বিভিন্ন সংগঠন মাসব্যাপী কর্মসূচী শুরু করেছে। এরই অংশ হিসাবে মাগুরা
জেলা কৃষকলীগ আজ মাগুরা রেডক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচীর আয়োজন করে। মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু এই কর্মসূচির
উদ্ধোধন করেন। মাগুরা জেলা কৃষকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে অনুষ্টিত এ অনুষ্টানে বক্তৃতা করেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বেসরকারী বিষয়ক সম্পাদক
মিরুল ইসলাস ও জেলা কৃষকলীগ এর সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু। রক্তদান অনুষ্ঠানে ২০ জন স্বেচ্ছাসেবক রক্তদান করে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সাহাদত বরনকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।