মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
আগামীকাল সোমবার সারাদেশে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। দিনের শুরু হবে ঈদ জামাত দিয়ে। মাগুরার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় শহরের নোমানী ময়দানে।
এছাড়া সকাল সাড়ে ৮টায় শহরের দোয়ারপাড় পশ্চিম পাড়া মিয়াবাড়ী জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় তালখড়ি মাঠে, নাঘোষা ঈদগা মাঠে, সকাল ১০টায় বাবুখালী ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া জজ কোর্ট মসজিদ, পিটিআই মসজিদ, শহরতলীর পারলা ঈদগা, পারনান্দুয়ালী জামে মসজিদ, পিটিআই জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।