মাগুরানিউজ.কম:
সুন্দর, তুমি চক্ষু ভরিয়া
এনেছো অশ্রুজল।
এনেছো তোমার বক্ষে ধরিয়া
দুঃসহ হোমানল।
দুঃখ-যে তাই উজ্জ্বল হ’য়ে উঠে,
মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে,
এ তাপে শ্বসিয়া উঠে বিকশিয়া
বিচ্ছেদ শতদল।।
‘চির নতুনেরে দিলে ডাক- পঁচিশে বৈশাখ’- আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি এবং বাংলা ও বাঙালির গর্ব আর অহঙ্কারের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১শ’ ৫৬তম জন্মবার্ষিকী আজ।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি….র কবি।
আমি এই বাংলার মেয়ে
একলা বসে আপনাকে ভাবলাম।
গলা ছেড়ে গাইলাম,”আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরুপ রুপে হাজির হলে জননী।
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে।”
২৫ বৈশাখের শুরুতে আমার একলা প্রহরে
এভাবেই পালিত হলো
আপনার জন্মদিন…….
আপনাকে দিলাম ১৫৬ টা ম্যাপল পাতাময় পাখা।
বাতাস ঘুরে ঘুরে সেখানে পৌছে যাবে…
যেখানে আপনি আছেন।
কবি আপনি সবখানেই আছেন……
যেখানে বাঙ্গালী আছে।
যেখানে বাংলা আছে।
যেখানে প্রেম আছে।
যেখানে বিরহ আছে।
যেখানে গান আছে,সুর আছে।
যেখানে জীবনের জয়গান আছে।
আপনি সবখানেই আছেন কবি।
জন্মদিনে আপনাকে অশেষ প্রনাম ও শ্রদ্ধাঞ্জলী।


