খুশির আনন্দ ছুঁয়ে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে, সব বয়সী মানুষের মনে। শুভ মহালয়া আজ। পিতৃপক্ষের অবসানে আজ শুরু হলো দেবীপক্ষ৷ পুজোর আগে সূচনা হয় দেবীপক্ষের৷ নবরাত্রির জোয়ারে ভেসেছে গোটা দেশ৷ চারিদিকে এখন শুধুই আলোর রোশনাই৷ নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা৷
শুভ মহালয়ার পূণ্য তিথিতে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র নেতৃবৃন্দ।
এই আন্দনমুখর দিনে শুভেচ্ছা বার্তায় সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, ‘শুভ মহালয়া! শিশির ভেজা শিউলি ভোরে…মা আসছেন সবার ঘরে। এই উৎসব সকলের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধ নিয়ে আসুক৷ সবাইকে শুভ মহালয়া ও উৎসবের শুভেচ্ছা।