মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি পুলিশ ক্যাম্পের পুলিশ বৃহস্পতি বার রাতে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে সুলতানসি গ্রামের একটি বাড়ি থেকে জুয়ার সরঞ্জামসহ ৭জুযাড়িকে গ্রেফতার করেছে। এই সময় সেখান থেকে নগদ টাকা ও জয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রাজ্জাক শেখ , ইরান মৃধা , মিনহাজুল , আজাদ , জসিম মোল্লা , জামাল , ইয়ারমৃধা । তাদের বাড়ি উক্ত সুলতানসি গ্রামে ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় একটি বাড়ি থেকে ৭জুয়াড়িকে গ্রেফতার , জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ৩৫ টাকা উদ্দার করা হয়। এব্যাপারে মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে কোর্টে চালান দেয়া হয়েছে।