মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কালিনগর নামকস্থানে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম (২৪) ও আশরাফুল ইসলাম (৪০) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহত মফিজুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার মোশারফ হোসেনের এবং আশরাফুল ইসলাম যশোর সদর উপজেলার লস্কর মোল্লার ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজালাল বাবুল জানান, জেলার শ্রীপুর উপজেলার কালিনগর নামকস্থানে নিহতরা ট্রলিতে করে মাগুরা ফরিদপুর সড়কের ওয়াপদা কালিনগর নামকস্থানে পাশে বৈদ্যতিক লাইনে কাজ করার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনের কোচ তাদের আঘাত করলে মফিজুল ও আশরাফুল গুরুতর আহত হন। তাদের আশংকাজনক অবস্থায় তাদের মাগুরা ২৫০ শর্য্যা হাসতালে ভর্তি করাহলে সেখানের তাদের মৃত্যু হয়। এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।