মাগুরায় জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

mnমাগুরানিউজ.কম: “কৃষক বাচাঁও -দেশ বাঁচাও” এ শ্লোগান নিয়ে চার বছর পর মঙ্গলবার মাগুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সকাল ১০ টাই স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি।

সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো: মোতাহার হোসেন মোল্লা ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.খোন্দকার শামসুল হক রেজা ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন থাকবেন যথাক্রমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব: ) এ টি এম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু ও সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী।

সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলী , যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি , সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মামনুল ইসলাম শাওন, কেন্দ্রীয় সদস্য নূরে আলম সিদ্দিকী হক প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মো: মশিয়ার রহমান ।

সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নেতাকর্মীরা বেশ উজ্জীবিত ।

দলীয় সূত্র জানায়, সম্মেলনে পৌরসভাসহ সদর উপজেলা ,শ্রীপুর ,শালিখা ও মহম্মদপুর উপজেলার ৮০ জন কাউন্সিলর অংশগ্রহন করবেন। সম্মেলনে সভাপতি পদে মো: মিরুল ইসলামের কোন প্রতিদ্বন্দ্বী নেই । তিনিই একমাত্র প্রার্থী ।

সাধারণ সম্পাদক পদে ৩ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন মো: আলী হায়াতুল ইসলাম বাবুল , মো: বিপু ও মো: মইনুল ইসলাম পলাশ ।

ত্রি- বার্ষিক সম্মেলন কে ঘিরে জেলা উপজেলার নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ।শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ ও মাইকিং করা হয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক মিরুল ইসলাম জানান, সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। দলের তৃণমূল নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: