মাগুরানিউজ.কম:
মাগুরাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা।
জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জঙ্গীবাদ মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে মোল্যা নবুয়ত আলী।
মুক্তিযুদ্ধের এই বীর সেনানী আরো বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশী আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।
তিনি সবার আনন্দ ও কল্যাণ কামনা করেন।