যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবকের বাড়ি মাগুরার হাজরাপুরে

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদ কাজী (২৮) নামের একজন পাটকল শ্রমিক খুন হয়েছেন। সোমবার (২০ মে) বেলা আড়াইটার দিকে যশোর সদরের বাহাদুরপুর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, নিহত শহীদ কাজী মাগুরা সদরের হাজরাপুর গ্রামের লোকমান কাজীর ছেলে।

যশোরের স্থানীয় গণমাধ্যম ও থানা সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মিলের প্রথম শিফটের কাজ শেষ হয়। তারপর শ্রমিক নেতা শহিদ কাজী ও আরও কয়েকজন পাশের একটি চায়ের দোকানে যান চা খেতে। সেসময় হঠাৎ করে তিন-চার জন ব্যক্তি এসে একজন শহিদের জামার কলার ধরে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজন তার দু’হাত ধরে এবং আরেকজন ছুরি বের করে হাতে ও পিঠের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন শহিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে শহিদের মৃত্যু হয়েছে।’

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মেহেদি হাসান টপি (২৬) নামে একজনকে আটক করেছে।’

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: