মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরায় শালিখা উপজেলার আড়পাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বাজারের চারটি দোকান। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সুমন আলী জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে তাদের প্রাথমিক ধারণা। আগুনে আড়পাড়া বাজারের মিষ্টিপট্টির চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কতৃপক্ষ ধারণার কথা জানিয়েছেন।