করেসপন্ডেন্ট:সরকার খেলাধুলার উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডেভোকেট শ্রী বীরেন শিকদার।
তিনি বলেন, সুস্থ জাতি গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ার উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সারাদেশে ১৮৯টি সবুজ স্টেডিয়াম তৈরির কাজ শুরু হচ্ছে। এছাড়া প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়াধীন।
শনিবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, খেলাধুলা শুধু শহর কেন্দ্রিক না করে গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সাতটি বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। কক্সবাজারে সদ্যনির্মিত গ্রিন গ্যালারির স্টেডিয়াম দেশে বিদেশে সবার নজর কেড়েছে। ইতোমধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়া আসরের সফল আয়োজকের স্বীকৃতি পেয়েছে।
আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- হাবিবুর রহমান, গোলাম রব্বানি, ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহযোগী অধ্যাপক ওসমান আলী।